সন্তু লারমাকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ , জুলাই ২০, ২০২২

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমাকে খুনের রাজনীতির জন্মদাতা ও ভ্রাতৃঘাতী সংঘাতের জনক উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নারী সংঘ হিলউইমেন ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২০ জুলাই) সকালে রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটি।

মনাববন্ধনে বক্তারা বলেন, ‘সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের খুনের রাজনীতির জন্মদাতা। তিনিই ভ্রাতৃঘাতী সংঘাতের জনক। গত ২৪ বছরে ইউপিডিএফ এর ৩৩৫ জন নেতাকর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে। এর মধ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি হাতে খুন হয়েছে ২৬২ জন। সবশেষ ১২ জুলাই দীঘিনালায় জীপন ত্রিপুরা ও ১৮ জুলাই অপর একজনক হত্যা করা হয়েছে।’

বক্তারা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে সন্তু লারমকে অপসারণ ও গ্রেফতারের দাবিও জানান।

হিলউইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শোভা চাকমা সন্তু লারমারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন। আপনিই আবার সশস্ত্র সংগ্রাম শুরু করেছেন। আঞ্চলিক পরিষদের গদি রক্ষার জন্য নিজের দলের কর্মীদের বলি দিচ্ছেন। ২০০০, ২০০৬ ও ২০১৮ সালে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ ও যৌথভাবে চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে ইউপিডিফের সঙ্গে সমঝোতা করেও তা ভঙ্গ করে আমাদের কর্মীদের নির্বিচারে হত্যা করছেন।

তিনি আরও বলেন, ‘সংঘাত বন্ধ করে চুক্তি বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করুন। আমরা তাতে সমর্থন দেব। ভূমি দখল, ধর্ষণ ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফের সঙ্গে যৌথ আন্দোলনের কর্মসূচি দিন। আমরা আপনাদের সঙ্গে থাকব।’

মানববন্ধনে হিলউইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শোভা চাকমা ও দফতর সম্পাদক অ্যান্টি চাকমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। – সময় সংবাদ

Loading