বাংলাদেশে আসার পথে ‘যুদ্ধাস্ত্রবাহী’ কর্গো বিমান গ্রিসে বিধ্বস্ত

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২২

সার্বিয়ার বানানো অস্ত্র ও সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো বিমান বাংলাদেশে আসার পথে গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে বিধ্বস্ত হয়েছে। 

ওই উড়োজাহাজে সার্বিয়ার তৈরি সাড়ে ১১ মেট্রিক টন সামরিক সরঞ্জাম ছিল জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নেবোসা স্টেফ্যানোভিচ বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা দপ্তরের কারও বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি রয়টার্স জানিয়েছে, ড্রোন দিয়ে তোলা ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে আন্তনভ-১২ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।

উড়োজাহাজটিতে আটজন ক্রু ছিলেন। তারা সবাই ইউক্রেনের নাগরিক বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Loading