বিশ্বে করোনায় মৃত্যু কমলেও সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , জুলাই ১৬, ২০২২

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর হার কিছুটা কমলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। এখনো রেকর্ড হারে শনাক্ত হচ্ছে করোনা। এ অবস্থায় আবারও নতুন ঢেউয়ের সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

টিকাদান কর্মসূচি চলমান থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে এখনো করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত রয়েছে।শুক্রবারও বিশ্বজুড়ে নতুন করে আট লাখেরও বেশি নতুন করোনার রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ১৩ হাজার। সংক্রমণে এগিয়ে আছে ফ্রান্স। দেশটিতে ২৪ ঘণ্টায় ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ জন।

সংক্রমণে ফ্রান্স এগিয়ে থাকলেও মৃত্যু বেশি ব্রাজিলে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৯২ জন মারা গেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেই সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। টিকা দেয়ার পরও করোনার এমন সংক্রমণ জনমনে ছড়াচ্ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে আবারো নতুন ঢেউয়ের আগাম সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেন, করোনার নতুন ধরনের কারণে আবারও বিশ্বজুড়ে নতুন ঢেউ আসতে পারে। বিএ পয়েন্ট ফাইভ ডেল্টা, ওমিক্রন আগের বিভিন্ন ধরনের তুলনায় বেশি বিপজ্জনক উল্লেখ করে সব দেশকে সতর্ক থাকাসহ করোনার নতুন ঢেউ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়ার কথাও জানান তিনি।

Loading