নোয়াখালীতে এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লাখ টাকা ছিনতাই, টাকাসহ গ্রেফতার ৪

আদনান সুবুজ আদনান সুবুজ

সিনিয়র ষ্টাফ রিপোর্টর

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২২

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ডাচ বাংলা এজেন্ট  ব্যাংকিং এর ১৯লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার সহ ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।উদ্ধার করা ৪ লক্ষ ৫৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় (১৪.০৭.২০২২) সকাল ১০ ঘটিকায় চৌমুহনী সংলগ্ন গনিপুর ,পৌর করিমপুর ও দূর্গাপুর এবং তাদের সাথে থাকা এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন যুবায়েদ হোসেন বিল্বব(২৮) মোহাম্মদ পারভেজ (৩০) মো: আমিরুল ইসলাম ও মো:সাহাবোদ্দিন (৩৭) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার শহিদুল ইসলাম এক ব্রিফিং এ ঘটনার সত্যতা প্রকাশ করেন। অন্যান্য পলাতক আসামি দের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এসপি আরও জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী দুই ভাই ইয়াছিন আরাফাত রহিম ও মহিউদ্দিন সোহাগ। তারা উপজেলার গনিপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশের অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের বসত ঘর থেকে ৪লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকী আসামিদের কাছ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি ছিনতায়ের  মামলা করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য : গত মাসের  জুনের ২০ তারিখে উপজেলার আঁটিয়া বাড়ির ব্রিজ থেকে ১৯ লক্ষ টাকা ছিনতাই করা হয়। পরে  বিভিন্ন স্থানে থাকা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে আজ সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Loading