টোলপড়া মুখোবয়ব – নীলিমা শামীম

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২২

মিষ্টি করে হাসি বলেই, বললো সেদিন সে রাগে।
টোলপড়া দু গালে নাকি মিষ্টি মিষ্টি লাগে।।
হাত গুটিয়ে চলি বলে, উস্কানি দিয়ে সেদিন কে
মধুমাখা হাতের পরশ, ছুঁয়ে দেয়া চায় খনিকে!
চুলের সিথি স্বর্প নাগিন, ঢেউ খেলানো আগা
সেই চুলেতে সাঁতার কাঁটার, ছিলো যে তাগাদা।
বললো তিনি শুনছো নাকি, তুমি যে অপরুপা
মাটিতে পড়েনা বুঝি তাই, তোমার আদুরে দু’পা!
চঞ্চলতায় ভরা অঙ্গ উদারতা তোমার মনে-মুগ্ধ
রুপমাধুর্য্যের মন্ত্র দিয়ে করেছো এই আমাকে দগ্ধ।
কিতাবী মুখের গড়ন তাহার, ঠোঁট যে আমের ফালি
চোখ দুটো যে গোলাপ পাপড়ি,নাকটি যেনো বাশী।
আঙুল তাহার জজের কলম,হুকুম ভীষণ কড়া
তার সমনে হয় যে জারী, বিচ্ছেদ, সম্পদ ছাড়া।
হাসি তাহার সাতরঙা ঢঙ, অঙ্গ তাহার টলোমলো
কথার ভাজে ভুলিয়ে রাখে, মায়ায় রাখে এলোমেলো।

Loading