বাউল সাধক আব্দুল মজিদ তালুকদার এর ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , জুন ৩০, ২০২২

২৯/০৬/২০২২ ছিল উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক অলইন্ডিয়া রেডিওর প্রথম শিল্পী, গ্রামোফোন রেকর্ড, পাকিস্তান বেতার টিভি ও বাংলাদেশ বেতার টেলিভিশনের জন্ম লগ্ন থেকে উচ্চ শ্রেণীর গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল মজিদ তালুকদারের ৩৪তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে নেত্রকোনায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকগবেষণা ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এবং অমাসের সহযোগিতায় এক আলোচনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অমাস কার্যলয়ে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, লেখক ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রধান আলোচক ছিলেন ও বাউল গবেষক অধ্যক্ষ গোলাম
মোস্তফা ।
ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোক গবেষনা একাডেমি ও সাংস্কৃতিক ফোরাম নেত্রকোনা পৌরকমিটির সম্পাদক দুর্জয় শেখ এর সঞ্চালনায়, ভাষা সৈনিক আবুল হোসেন লোক গবেষনা একাডেমি ও সাংস্কৃতি ফোরামের প্রতিষ্ঠাতা ইকবাল হাসান তপুর সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বাউল চাঁন খা, কবির পুত্র আবুল বাসার তালুকদার, অভিনেতা জহিরুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা হতে আগত সাংস্কৃতিক ফোরামের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন শহিদুল হক।
সংগীত পরিবেশন করেন, বাউল চাঁন খা, ইলা রানী সরকার ও আবুল বাসার তালুকদার।

Loading