রামগড়ে ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , জুন ২৯, ২০২২

রামগড়ে ৪৩ বিজিবি জোনের আয়োজনে রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও হত দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ।
বুধবার(২৯জুন) সকাল সাড়ে ১১টায় রামগড় বিজিবি কোম্পানী সদরস্থ বিশেষ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান পিএসসি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এতে প্রত্যন্ত এলাকার দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে।
৪৩ বিজিবি’র ডাঃ ক্যাপ্টেন জাদিদ আহাম্মেদ এর নেতৃত্বে একটি মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় ৪৩ বিজিবি উপ অধিনায়ক মেজর মনিরুজ্জামান সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান দমন ও আইন শৃংখলা রক্ষার পাশাপাশি মানবিক জন কল্যাণকর কাজে বি জি বি সবসময় জনগনের পার্শ্বে থাকবে।

Loading