গুলিবিদ্ধ ১২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , জুন ২০, ২০২২

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ একং টেটাবিদ্ধ হয়েছেন ২ জন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শবর্তী ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সবশেষ, আজ সোমবার সকালে রবি গ্রুপ গোলজার গ্রুপের ওপর হামলা চালায়।

এসময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ এবং টেটাবিদ্ধ হয়ে ২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠান হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ি।

Loading