২৪ ঘণ্টায় মৃত্যু নেই, কমেছে শনাক্ত

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ , জুন ১৮, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। তবে শনাক্ত হয়েছেন ৩০৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩৩। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনে। আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই থাকল।

শনিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৯৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪৭ জন। যা নিয়ে মোট সুস্থের সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৭৫৮।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৩৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১২২টি। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ১৭ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৯৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৮৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

Loading