চট্টগ্রামে করোনা রোগী ৯ হাজার ছাড়ালো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ , জুলাই ২, ২০২০ চট্টগ্রামে নতুন করে ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হলেন ৯ হাজার ১২৩ জন। চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ২৭১ জনের করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। সেই সাথে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। সেখ ফজলে রাব্বী আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীতে ১৮৭ জন এবং উপজেলায় ৮৪ জন রয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮৪ জন। শেয়ার চট্টগ্রাম বিষয়: