দিনকাল – লায়ন এম এ ছালেহ্

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ , মে ১৯, ২০২২

সাইজটা এখন ছোট হল
পাউরুটি নান পরটা,
দ্বিগুণ হল সবকিছু আজ
বাজারে দাম দরটা।
আয় বাড়েনি কানা কড়ি
খরচ বাড়ল আরও,
নিত্যদিনের চাওয়া পাওয়া
পূরণ হয়না কারও।
দিন মজুরের সামর্থ্য নেই
রান্নার তেল কেনার,
পেটের জ্বালা মেটাতে হলে
বাড়ছে ঋণ দেনার।
শাক সবজি-ফল মূল সব
সামর্থ্যের বাইরে,
গরীব মরুক অনাহারে
দুঃখ বুঝার নাইরে।
বাজেট তবে কাদের জন্য
যাদের পকেট ভারী?
বিত্ত আছে চিত্ত আছে
তাদের কারি কারি।
নিম্ন বিত্ত মধ্য বিত্তের
নেইকো বলার ভাষা,
মুখ বুজে যায় সহ্য করে
নেইতো কোন আশা।
কেমন করে বলি তাদের
দিনকাল যায় কেমন?
হাত পা আর মুখ বেঁধে
পেটায় মানুষ যেমন!

Loading