তোমার মুখে চৈত্রের ঠোঁট – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , মে ১৩, ২০২২

আমাদের দুটি মন কল্পনায় মানিকজোড়
প্রেমের জটিল প্লাবণে, আসি ফিরে ফিরে;
বাস্তবে করুণ শঙ্খের মতই
বেদনায় আর্তনাদ করি দু’জন সমুদ্রতীরে!
আমাদের ব্যবধান ঠিক যেন
মৃত আর জীবিতের মত!
হৃদয়ের লেনদেনে ভাসে
দুঃখ জাগানিয়া ক্ষত।
তবুও দুঃখ কুন্ডলী পাকানো রাতের দ্বি-প্রহরে
জেগে থাকি অন্ধকার ক্ষত-চিহ্নে, ভরাতে শূন্যেরে!
‘নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে’ স্বপ্নের মাঝে
যৌনতা দরোজা খুলে, ভাসায় অতলে;
তোমার আরাধ্য প্রতিকৃতি
বিপন্ন ধাঁধায় নেচে যায়, আমার করতলে।
আগুন-সুড়ঙ্গ দিয়ে হেঁটে হেঁটে
দাঁড়ালাম যখন রাতের মুখোমুখি।
দেখি, তোমার মুখে চৈত্রের ঠোঁট
শরীরও আশ্নেষে নিবিড়; সূর্যের অপেক্ষায় সূর্যমুখী!
বেসামাল পূর্ণিমা ভেসে যায়, নেশাতুর ঘ্রাণে
জোছনাফুলেরা চুপি চুপি ঝরে, প্রেমের অঘ্রাণে।
তবুও ঝড় ওঠা রাতের অভিসারে
নিতে নেই মিলনের পাঠ।
আমাদের সত্ত্বা যে কল্পনায় মানিকজোড়
ছুঁতে নেই প্রেমের চৌকাঠ!
৥ মে ১২, ২০২২।

Loading