স্বাধীনবাংলা ফেডারেশনের মিছিল-সমাবেশ

শ্রমিক’র নূন্যতম মজুরি ২০ হাজারের দাবি

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , মে ১, ২০২২

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে আশুলিয়ায় মিছিল ও সমাবেশ করেছে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জাতীয় শ্রমিক পার্টি ।
সকাল ১০ টায় আশুলিয়ার জিরাবো চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে আবদুল্লাহ পুর বাইপাইল মহাসড়কে নিশ্চিন্ত পুর ও জিরাবো বিশমাইল সড়ক প্রদক্ষিণ করে জিরাবো স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শ্রমিক দিবস উদযাপন কর্মসূচির সমাপ্তী ঘটে ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিক নেতা আল কামরান । তিনি বলেন অতীতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমেরিকা শিকাগো শহরে কর্মঘণ্টা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা । সেই আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয় , কয়েকজন শ্রমিক নেতাকে কালো আইনে ফাঁসি দেওয়া হয় । সেদিনের শ্রমিকের রক্তে রঞ্জিত শার্টটিই হলো শ্রমিক শ্রেনীর লাল পতাকা, সেই লাল পতাকা হাতে নিয়েই নূন্যতম বেতন ২০,০০০ হাজার টাকা মজুরির আন্দোলন শ্রমিককে সাথে নিয়ে এগিয়ে যাবো,
বর্তমান বাজারদর যে হারে বেড়েছে তাতে করে ২০০০০ টাকা মজুরি ছাড়া চলা অসম্ভব হয়ে গেছে ।
শ্রমিকদের জন্য আবাসন করতে হবে, শ্রমিকের সন্তানের লেখাপড়া করার জন্য বিশেষ কোঠা চালু করতে হবে, শ্রমিকদের জন্য হাসপাতাল করতে হবে, শ্রমিকদের জন্য পিতৃত্বকালীন ছুটি দিতে হবে, শ্রম আইন সংশোধন করতে হবে, অবাধ ট্রেডইউনিয়ন করতে দিতে হবে,
শ্রমদপ্তরের অসাধু কর্মকর্তাদের অপসারণ করে হলুদ ট্রেড ইউনিয়ন বাতিল করতে হবে, কারখানায় শিশু শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে, আশুলিয়া এলাকায় যে সমস্ত জুতার কারখানা আছে সেখানে সকল কারখানায় শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয়, এবং প্রিন্ট কারখানা গুলোতেও শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয় ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শাহাদাত হোসেন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া কমিটি সভাপতি সুলতান মাহমুদ,
স্বাধীন বাংলা ফেডারেশন আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক আশিক, শ্রমিক নেতা শরীফ হোসেন সহ আশুলিয়ার শ্রমিক নেতৃবৃন্দ ।

Loading