মহাসড়কে সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ , এপ্রিল ২৮, ২০২২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।বৃহস্পতিবার সকালে মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কে গাড়ি চলাচল বেড়েছে দ্বিগুণ

ঈদে ঘরমুখো মানুষ নিয়ে মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যানবাহন চলাচল করছে বেশি। অপরদিকে উত্তরবঙ্গ থেকে অনেকটাই খালি হয়ে ঢাকার দিকে যাচ্ছে বাস।

মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনও সড়কে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পাবে বলে জানান চালক ও যাত্রীরা।

এদিকে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে।

টাঙ্গাইল জেলার মহাসড়ক অংশে যানজট নিরসনে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮১০ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ঈদে গাড়ির চাপ বাড়লে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Loading