আওয়ামী লীগ ইলেকশন ক্যাম্পে অগ্নিসংযোগ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , নভেম্বর ৩০, ২০১৮

মুন্সীগঞ্জ সংবাদদাতা জসলং ইউনিয়ন পরিষদ সিরাজবাদ বাখিয়া ১৫২৫, টঙ্গিবাড়ী মুন্সিগঞ্জ অবস্থিত আওয়ামী লীগ এর ইলেকশন ক্যাম্পে গত ২৮ শে নভেম্বর, ২০১৮ইং, তারিখ ভোররাত ৩:৩০ সি একদল দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করে। এ বিষয়ে মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মুমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন বুধবার বিকালে ক্যাম্প অফিস বন্ধ করে যার যার ঘরে চলে যাওয়ার পর রাত প্রায় ৩:৩০ মিনিটে একদল দুষ্কৃতিকারী ক্যাম্প অফিসে আগুন দেয়। তাতে অফিসের সমস্ত ফার্নিচার, দুই সেট কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন, টেলিভিশন, জরুরী কাগজপত্র, সংরক্ষিত নির্বাচনী পোস্টার ও প্রচারণার সামগ্রি ভষ্মিভুত হয়। স্থানীয় এলাকার লোকজন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ও আলামত সংগ্রহ করে। ওসি মোহাম্মদ মুমিনুল ইসলাম বলেন, বিএনপি জামাত দলের সংঘবদ্ধ কর্মীরাই এ অপকর্মের পেছনে লিপ্ত। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডেপুটি এসিস্টেন্ট ডাইরেক্টর মো.মাসুদ সরদার বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের পুলিশ এর এডিশনাল সুপারিনটেন্ড মো.শাহাদাত হোসেন খবরের সত্যতা স্বীকার করে বলেন, দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ ইলেকশন ক্যাম্পে আগুন দেয়। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের অতি শীঘ্রই গ্রেফতার করা হবে। ক্যাপশন: মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আগুন নিভানের চেষ্টা করে।

Loading