রামগড়ে ভ্রাম্যমান আদালত কতৃক দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , এপ্রিল ১৯, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক দ্বারা পণ্য সামগ্রী মোড়কজাতকরণ ও বিক্রয় করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ এপ্রিল) রামগড় ও সোনাইপুল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত।আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন২০১০ অনুসারে শাপলা অটো রাইসমেইল কে ৫ হাজার টাকা ও মেসার্স হারুন ট্রেডার্স কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Loading