নোয়াখালীতে অগ্নিকাণ্ড : ১০টি দোকান ও ৮টি বসত ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , এপ্রিল ৮, ২০২২

নোয়াখালীর কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০টি দোকান ও ৮টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মালামাল পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীহাট বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত দু’পাশে ছড়িয়ে পড়লে মোট ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে থাকা মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৪ কোটি ৭০লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের মুন্সি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির ৭টি বসত ঘরে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের তথ্যগুলো নিশ্চিত করেছেন কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম ও সোনাইমুড়ীর স্টেশন অফিসার রাকিবুল ইসলাম।

Loading