রাজনৈতিক প্রতিহিংসার শিকার

বগুড়ার সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে অগ্নি-সংযোগ

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , অক্টোবর ৫, ২০১৯

বগুড়া জেলা সংবাদদাতাঃ গত ৪ ঠা অক্টোবর ২০১৯ ইং রোজ শুক্রবার জুম্মার নামাজের পৃর্ব মুহূর্তে পরিকল্পিত ভাবে বগুড়া শহরের সম্ভ্রান্ত ব্যক্তি জনাব মোঃআতাউর রহমান সাহেবের বসত ভিটায় অগ্নিসংযোগ করে একদল সন্রাসী দুষ্কৃতিকারী।ঘটনার বিবরণে প্রকাশ জনাব মোঃআতাউর রহমান তার পৈএিক বাড়িতে স্রী পরিবার নিয়ে বসবাস করে আসছেন বিগত ৪০ বৎসর যাবত।মোঃআতাউর রহমান এর বড় ভাই জনাব মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ পদস্ত কর্মকর্তা।রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জনাব মোঃ শফিকুল ইসলাম ও তার পুরো পরিবার তখন নিরাপত্তা হুমকীর সম্মুখীন হয়।বাধ্য হয়ে জনাব মোঃ শফিকুল ইসলাম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার একমাত্র ছেলে শাফায়াত আল রাজীকে বগুড়ায় তার চাচার বাসায় পাঠিয়ে দেন।কিন্তুু এতে দুর্বৃত্তরা নিবৃত্ত হয়নি বরং তাকে খুঁজে বের করার লক্ষ্যে অনুমান নির্ভর হয়ে তার চাচা মোঃ আতাউর রহমান সাহেবের পৈত্রিক ভিটায় অগ্নিসংযোগ করে।পিতার উপর প্রতিশোধ নিতে গিয়ে পুএকে জীবন্ত অগ্নিদগ্ধ করার নৃশংস প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষুব্ধ হয়।নাশকতার ঘটনা এখানেই শেষ নয়,জনাব মোঃআতাউর রহমানের একমাত্র পুএ রবিন(২৩)কে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম করে বাড়ির বাইরে ফেলে রেখে যায়।অগ্নিসংযোগ,বাড়ীঘর ভাংচুর ও মালামাল লুট করার মাধ্যমে এক এাসের রাজত্ব কায়েম করে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক,প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দুর্বৃত্তদের সাথে বগুড়ার ছাএলীগ নেতা ইফতেখার জড়িত আছে বলে অনুমান করা হয়।উক্ত ঘটনার বিষয়ে বগুড়ার সদর থানার ওসি জিডি নিতে অস্বীকৃতি জানায় বলে ভিকটিম পরিবার জানায় এবং পরিবারের পক্ষ থেকে আরও বলা হয় যে তাদেরকে মুখ বন্ধ রাখতে হুমকি দিচ্ছে। যদি মিডিয়াতে ঘটনার বিষয় প্রকাশ হয়,তবে তাদের সামনে আরও বড় বিপদ হবে বলে হুমকি দেয়া হয়।জনাব আতাউর রহমানের একমাত্র ছেলে রবিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Loading