ছোট ধলিয়া গ্রামে ফলযুক্ত গাছ কেটে ফেললো সাবেক ব্যাংক কর্মকর্তা ও তার অনুগতরা

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১২, ২০২২

ফেনী সদর থানার পাঁচগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছোট ধলিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে ১০ ফেব্রুয়ারি কয়েকটি ফলজ গাছ কেটে ফেললো প্রভাবশালী সাবেক ব্যাংক কর্মকর্তা দুলাল ভূঁইয়া, আবু ভূঁইয়া ও তাদের লোক জলিল আহম্মদ। ভুক্তভোগী পরিবারের সংখ্যা ৬ টি, ২ পরিবার ঢাকা ও চট্টগ্রামে বসবাস করে, বাকি ৪ পরিবারের লোকজন বাড়ির বাহিরে অবস্থান করার সুযোগে কোনরকম কারণ ছাড়াই শত্রুতাবশত দিনের বেলায় দুলাল ভূঁইয়া ও আবু ভূঁইয়ার নির্দেশে তাদের লোক জলিল আহম্মদ কয়েকটি ফলযুক্ত কাঠাল গাছ,জাম্বুরা গাছ, আম গাছ,আমড়া গাছ ও পেয়ারা গাছ কেটে ফেলে। এবং গাছের কাটা অংশ ও ফলযুক্ত ডাল গুলো স্থান থেকে দ্রুত সরিয়ে ফেলে। ভুক্তভোগী পরিবারের মহিলারা বিকালে বাড়িতে এসে গাছের এ অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে। তাদের কান্নাকাটি শুনে অভিযুক্ত দুলাল ভূঁইয়া এসে কোন রকম চেঁচামেচি বা কাউকে জানালে তাদেরকে মামলা দিয়ে ফাঁসানো ও বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে যায়। এরপর থেকে ভুক্তভোগী পরিবারের লোক জনের ভয় ও আতংকে আছেন বলে আমাদের প্রতিবেদককে জানান। ঘটনার বিচার দাবি করে তারা ইতোমধ্যে ২নং ওয়ার্ড মেম্বার ইমাম ওরুন ও পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক লিটনকে অবহিত করেন।অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় জনপ্রতিনিধিরা ও তাদের কাছে অনেকটা অসহায় বলে জানা গেছে। জানা যায়, দুলাল ভূঁইয়ার পরিবারের লোকজন অত্যাচারী ধরনের লোক। এদের কাছে এলাকার লোকজন জিম্মি হয়ে আছে।কথায় কথায় মানুষকে হুমকি ও অত্যাচার করে। এলাকার মুরুব্বি জালাল মিয়া ও শেখ ফরিদের কেনা জায়গা দুলাল ভূঁইয়া জোর করে দখল করার অভিযোগ আছে। পার্শ্ববর্তী আমীন বাড়ির চট্টগ্রামের একটা স্বনামধন্য সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক শহিদ স্যারের বাড়িতে গিয়ে তাদের নারিকেল গাছ কেটে ফেলার জন্য শাসিয়ে আসে। মরহুম জহির মিয়ার কবরের দেওয়াল ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ ও রয়েছে। এছাড়া ও জানা যায়,অভিযুক্ত দুলাল ভূঁইয়া তার বাড়ির কাশেম মিয়া থেকে অনেকটা জোর করে জায়গা কিনে ঘর তুলে ৬টি পরিবারের চলাচলের পথ রুদ্ধ করে রেখেছে। কথায় কথায় মানুষকে অত্যাচার ও প্রভাব খাটিয়ে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে বলে জানা যায়।

Loading