মুজিববর্ষে ৩৮ হাজার শিক্ষকের দ্রুত যোগদানে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি।

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ডিসেম্বর ২, ২০২১

স্টাফ রিপোর্টারঃসারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার শিক্ষকের মুজিববর্ষেই দ্রুত যোগদানের দাবিতে প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী,শিক্ষা উপমন্ত্রী, ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন সুপারিশ প্রাপ্ত প্রার্থীরা।

বুধবার (১ লা ডিসেম্বর)  এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি শিক্ষক ফোরামের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষা সচিব বরাবর স্মারক লিপি প্রদান করেন।

স্মারকলিপির মাধ্যমে প্রার্থীরা  ৩য় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ এর মাধ্যমে  সুপারিশ প্রাপ্ত ৩৮ হাজার শিক্ষকদের মুজিববর্ষেই দ্রুত যোগদানের দাবী জানান।গত ৩০শে মার্চ শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর আবেদন গ্রহন করে, গত ১৫ ই জুলাই প্রার্থীদের ফলাফল ঘোষণা করে এনটিআরসিএ।ফল প্রকাশের ৪ মাসেও যোগদান সম্পূর্ণ হয়নি প্রার্থীদের।বর্তমানে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান রয়েছে। সুপারিশ প্রার্থীরা জানান, তারা চরম অনিশ্চয়তা ও দূরচিন্তায় যোগদানের অপেক্ষায় দূর্বিষহ জীবন পার করছেন। সারাদেশে প্রায় লক্ষাধিক পোস্টের শিক্ষক সংকট রয়েছে। করোনাকালিন শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে ৩৮ হাজার শিক্ষকদের দ্রুত যোগদান জরুরি বলে মনে করেন প্রার্থীরা।

সুপারিশ প্রাপ্ত প্রার্থীরা জানান,মুজিববর্ষেই এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা কথা ছিল। কিন্তু মুজিববর্ষিও প্রায় শেষ পর্য়ায়ে চলে এসেছে। তাই প্রার্থীরা জানান, মুজিব বর্ষেই তাদের দ্রুত যোগদানের ব্যবস্হা করা হউক।

এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তি ফোরামের সভাপতি  শান্ত আহমেদ বলেন,শিক্ষার সার্বিক উন্নয়নে,মুজিববর্ষে বেকারত্ব হ্রাসের অঙ্গিকার বাস্তবায়নে, অসহায় সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের আর্থিক দূরবস্হা কথা চিন্তা করে, সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার শিক্ষকের চলতি ডিসেম্বর মাসে অর্থ্যাৎ মুজিববর্ষেই তাদের যোগদানের ব্যবস্হা করা  হউক।

Loading