সেনবাগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , নভেম্বর ২৫, ২০২১

মোঃ আমির হোসেন(লিটন), সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের বিজবাগ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। সেনবাগের ৮ নং বীজবাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ(বোর্ড)অফিস সংলগ্ন একটি পুরাতন ক্লাবঘরের পাশ্ববর্তী ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় এ অস্ত্র উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম এর দিক নির্দেশনায়, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ২ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি তদন্ত ইমদাদুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ওই অস্ত্রগুলো উদ্ধার করে।এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ৪টি চটের বস্তায় লুকানো বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, ৫১টি কাঠের লাঠি, ১৮টি লোহার রড, ০১টি কোচ, ০৬টি ছোরা, ০৪টি রাম-দা, ০২টি চায়না চাপাতি, ০২টি ক্রিকেট ষ্ট্যাম্প, ০৩টি স্টীলের পাইপ, ০২টি প্লাস্টিকের পাইপ ও ০১টি হকি স্টিক। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা, কেন্দ্র দখল, ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্রগুলো ঐস্থানে লুকিয়ে রেখেছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Loading