সাংবাদিক মেজবার উপর সন্ত্রাসী হামলা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৪, ২০২১ দৈনিক পূর্বতারার সিনিয়র রিপোর্টার মেজবাহ উদ্দিন চৌধুরীর উপর আজ দুপুরে সন্ত্রাসী হামলা হয়। মেজবাহ উদ্দিন চৌধুরীর লালখান বাজারের বাসায় সন্ত্রাসী রাসেল,রুবেল, জুয়েল ঢুকে চাঁদার দাবিতে এলোপাতাড়ি মারতে থাকে। মেজবা নিজের মোবাইল দিয়ে খুলশী থানায় ফোন করতে চাইলে সন্ত্রাসীরা তার মোবাইল কেড়ে নেয় এবং বটি দিয়ে কোপাতে থাকে। তার দুইটি মোবাইল সেট এবং বাসায় থাকা নগদ টাকা সন্ত্রাসীরা নিয়ে যায়। মেজবা কে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কয়েক জায়গায় সেলাই করা হয়। এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এজাহার করা হয়েছে, আসামীদেরকে ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। শেয়ার চট্টগ্রাম বিষয়: