কোভিডে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৩ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৪, ২০২১ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৬৮ জনের। আরও জানায়, গত এক দিনে সারা দেশে ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৬১ শতাংশ ছিল। বিজ্ঞপ্তিতে জানায়, মৃত ৩১ জনের মধ্যে ১৬ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৪১৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৯ হাজার ২০২ জন সুস্থ হয়ে উঠলেন। শেয়ার বাংলাদেশ বিষয়: