স্বপ্ন’ এখন নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুরে নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২১ দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন নারায়ণগন্জ ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে । আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার (বায়তুল আকসা মসজিদের বিপরীত পার্শ্বে, রোড ৪, লেন ১) দক্ষিণ সস্তাপুরে স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। ‘স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধনের সময় বিশিষ্ট ব্যবসায়ী জনাব আঃ রাজ্জাক, আলহাজ্ব মোঃ বাবুল মিয়া, রফিকুল ইসলাম, ‘স্বপ্ন’-এর হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। ‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে দক্ষিণ সস্তাপুরের মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’। এ ছাড়া গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৯৯৯-০৮১১৭৫ । শেয়ার অর্থ ও বানিজ্য বিষয়: স্বপ্ন’ এখন নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুরে