বিদ্রোহ আজ চারিদিকে / মো.আলী আশরাফ মোল্লা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২১ বিদ্রোহ ক্ষোভ হতাশা আজ চারিদিকে না পাওয়ার বেদনা সবাইকে গ্রাস করে কেউ উপর্যুপরী পাবে আর কেউ বঞ্চিত হবে এটা তো সাধারণ ভাবে কেউ নিবে না মেনে। এতো ক্ষোভ দেখেনি কেউ আগে এতো চাপা উত্তেজনা বিরাজ করে বঞ্চনা লাঞ্চনা ক্ষোভ হতাশা কে দূরে ঠেলে একদিন অবাধ্যতার ঢেউ উঠবে জেগে নিত্যই যারা হয় ঘৃণিত আর পদদলিত তারাই একদিন হবে সবেগে সমুদ্যত পারবে কি তখন তাদের ক্ষোভ প্রশমন করতে পারবে কি তাদের সবিনয়ে শান্ত করতে! বিক্ষুব্ধ হয়ে আছে চারিদিকে কখন যে বিস্ফুরিত হয়ে পরে বিদ্রোহ বিপ্লব আজ ঘরে ঘরে কে কাকে শান্তির বাণী শুনাবে! বিপন্ন বিপ্লব ছিলো যুগে যুগে তা কি আবার সবেগে আসবে ফিরে শান্তি প্রিয় মানুষ অশান্ত হয়ে উঠবে উগ্রবাদী মানুষের একঘেয়েমির জন্যে। স্বপ্ন চূড়ার দেশ থেকে এসো ফিরে দেখো মানুষের মনের ভেতর টাকে হৃদয়ের হাহাকার শুনতে কি পাও দেখতে কি পাও ভেতরে কি বহমান হচ্ছে শুধু বাহির দেখেই যাচ্ছো চলে ভেতর বাহির যাচ্ছে ফেটে ক্ষোভে বুঝার কোনই উপায় নাই তবে ভেতরে শুধুই ক্ষোভ বাহিরে কেবলই নিস্তব্ধতা। শেয়ার অন্যান্য বিষয়: