চাঞ্চল্যকর শিশু রবিউল হত্যাকাণ্ডের ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন, হত্যাকারী গ্রেফতার নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৫, ২০২১ আশুলিয়ায় চাঞ্চল্যকর, ক্লু- লেস শিশু রবিউল (১০) হত্যাকাণ্ডের পর লাশ গুম করার মাত্র ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে একমাত্র হত্যাকারী কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতে কিশোর অপরাধী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গত ৯/৯/২০২১ তারিখ শিশু রবিউল হারিয়ে যায়, রবিউল এর বন্ধু আল আমিন খান এর বাসায় খেলতে আসে, বাসার সবাই গার্মেন্টস এ চাকরী করে । বাসায় দুই বন্ধু একা একা খেলাধুলা করার সময় কার শক্তি বেশি পরীক্ষা করতে মারামারি করে, ঘুষাঘুষি করে দুইজন, একপর্যায়ে রবিউল এর মাথায় সজোরে ঘুষি দেয় আল আমিন। ঘুষি খেয়ে রবিউল পাকা বিল্ডিং এর ওয়ালে সজোরে মাথায় আঘাত পেয়ে সাথে সাথে পড়ে যায়, আল আমিন সিড়ির নিচে কার্টুন, পুরাতন প্যান্ট দিয়ে ঢেকে রাখে রবিউল কে। কাওকে কিছু বলে না ভয়ে, ভিতরে ভিতরে অনুশোচনায় ভুগে সে। এভাবে তিন দিন পর ১২/৯/২১ তারিখে লাশের পঁচা দুর্গন্ধ বের হয়, বাড়ীর মালিক পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে এস আই আল মামুন কবির স্বজনদের খুজে লাশ সন্যাক্ত করিয়ে, সুরতহাল করে লাশ পোস্ট মর্ডাম করিয়ে, আশুলিয়া থানার মামলা নাম্বার ২৬(৯)২১ রুজু হলে অফিসার ইনচার্জ এস আই মো আল মামুন কবীর কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করে সক্ষম হয় প্রকৃত আসামী আটক করতে সক্ষম হয়। শেয়ার ঢাকা বিষয়: চাঞ্চল্যকর শিশু রবিউল হত্যাকাণ্ডের ২৪ ঘন্টায় রহস্য উদঘাটনহত্যাকারী গ্রেফতার