নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক কমিউনিটি কনশালটেশন সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৩, ২০২১ নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইট এন্ড প্রমোটিং জাস্টিস কমিউনিটি কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২সেপ্টেম্বর)বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)এর আয়োজনে ও আব্দুর রহমান ফাউণ্ডেশন বাংলাদেশ (এ আর এফবি’র)সহযোগিতায় এ আর এফবি গ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত হয়। আলী আমজাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মোখলেছুর রহমান খান,বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চম্দ। অনুষ্ঠানে মগড়া নদী দূষণ ও দখলরোধে করণীয় শীর্ষক ধারণা পত্র পাঠ করেন এ আর এফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান। এ সময় মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী , যমুনা টিভি ও যুগান্তর এর স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাঁধন খান ববি,মাওলানা এমদাদুল হক, পূর্বধলা মহিলা সংস্থার চেয়ারম্যান মণি রাণী কর্মকার, পাঠাগার আন্দোলনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজাদুল ইসলাম ফারাস, শিক্ষক ও সাংবাদিক শামীম তালুকদার, একে এম এরশাদুল হক জনি,চন্দন নাথ চৌধুরী, কাওসার খান রনিসহ মগড়া নদী পাড়ের ৩০জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা মগড়া নদীর দূষণ ও দখল রোধে নানা পরিকল্পনা উল্লেখ করে বেলার কাছে আইনগত নানান সহায়তার প্রস্তাব রাখেন। শেয়ার অন্যান্য বিষয়: