বান্দরবানে পানিতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২১ বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের থানচি উপজেলার বড় পাথর এলাকায় পানিতে গোসল করতে নেমে মো. ফজলে এলাহী ফয়সাল (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পূর্ব মেরাসানীর বাসিন্দা। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ জনের একটি দল বড় পাথর এলাকায় বেড়াতে যায়। সেখানে পৌঁছলে ৪ জন গোসল করতে পানিতে নামেন। পানির স্রোত বেশি থাকার কারণে মো. ফজলে এলাহী পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। ঘটনাস্থল দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানাও সম্ভব হয়নি। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার অভিযান চালানো হচ্ছে। শেয়ার চট্টগ্রাম বিষয়: