ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২১ উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর উদ্যোগে আজ বৃহস্পতিবার ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নাবী পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা চত্বরে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরিফুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি সমাজ সেবা কর্মকর্তা এম.এ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।ধামরাই উপজেলা ১৫জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রতি জনকে বিনা মূল্যে আধা কেজি নাবী পাট বীজ, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ১০ কেজি ও ১০ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে উপজেলার ১৬টি ইউপির মধ্যে তিনটি ইউপিতে বিতরণ করা শেয়ার সারা দেশ বিষয়: