নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে নকল স্বর্ণকারবারি চক্রের ২ সদস্য আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২১ ইফতেখাইরুল আলম,নোয়াখালী নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নকল স্বর্ণকারবারির ২ প্রতারক চক্রকে আটক করেছে পুলিশ। ৫ ই সেপ্টেম্বর রবিবার জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস ব্রিফিং করেন,পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, পিপিএম। প্রেস-বিফিংয়ে মাধ্যমে সাংবাদিকদের জানায়,গতকাল শনিবার ৪ ই সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে পুলিশ সুপার এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল এর তত্বাবধানে মোঃকামরুজ্জামান সিকদার পিপিএম অফিসার ইনচার্জ বেগমগঞ্জ থানার নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে নকল স্বর্ণ প্রতারক চক্রের ২ আসামিকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন,কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের মনির আহমেদ প্রকাশ মোহাম্মদ মিজান(৩৮)দরাপ নগরের অমর চন্দ্র ছেলে সুমন চন্দ্র দেব(৩৮)উভয়ের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা রুজু করা হয়েছে। শেয়ার নোয়াখালী বিষয়: