ময়মনসিংহে যাব জঙ্গি গোলাগুলি ঃআটক ৪ সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৪, ২০২১ ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে জঙ্গি -র্যাব গোলাগুলি হয়। এ সময় অস্ত্রসহ ৪জঙ্গিকে আটক করা হয়েছে। ৪সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। র্যাব-১৪,অধিনায়ক মোঃরোকনুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের অবস্হান ও তৎপরতার কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্হিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়তে থাকে।র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।কিছুক্ষণ গুলি ছোঁড়ার পর ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। শেয়ার অন্যান্য বিষয়: