বজ্রপাত নিরোধকে—ধামরাইয়ে ৫হাজার তালের বীজ ও চারা রোপন

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , আগস্ট ৩০, ২০২১

 

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই উপজেলা কৃষি অফিসার মো: আরিফুল হাসানের উদ্যোগে সোমবার ৫হাজার তালের বীজ ও চারা রোপন করা হয়। তালের বীজ ও চারা রোপন করা হয় ধামরাই শরিফবাগ ও ভাড়ারিয়া হাটখোলা ১০ কিলোমিটার রাস্তার দুপাশে ।তালের চারা ও বীজ রোপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, নিবার্হী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মিজানুর রহমান ও ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সহ উপজেলার সকল উপকৃষি কর্মকর্তাগণ।উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তালের বীজ ও চারা রোপন করার উদেশ্য হচ্ছে বজ্রপাত নিরোধক, রাস্তা দুপাশ সৌন্দর্য বর্ধন, পরিবেশ ভারসাম্য রক্ষা ও সুশীতল ছায়া দান করবে।

 

Loading