রামগড়ে মোবাইল চোরকে আটক করে পুলিশে হস্তান্তর বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , আগস্ট ২৯, ২০২১ খাগড়াছড়ি জেলার রামগড়ে এক মোবাইল চোরকে আটক করে রামগড় থানায় হস্তান্তর করেছে স্থানীয় জনতা। দোকান থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। তার কাছে থেকে চুরি হয়ে যাওয়া আরও একটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯আগস্ট) সকাল পৌনে দশ টার দিকে রামগড় বাজারের শফি কোম্পানি মার্কেটে এই ঘটনা ঘটে। আটককৃত চোরের নাম মোহাম্মদ ইউনুস।তার পিতার নাম মৃত মোহাম্মদ ইউসুফ।সে কুমিল্লা জেলার কান্দিরপাড় থানার মালাই ভাঙ্গারা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শাহীন ক্রোকারিজের মালিক কাজি শাহীন উদ্দিন জানান,আটককৃত চোর মোহাম্মদ ইউনুস তার দোকানে এসে ম্যালামাইন সামগ্রী দেখতে চায়। তাকে পন্য দেখাতে গেলে সে কৌশলে ক্যাশকাউন্টারে থাকা মোবাইল সেট টি নিয়ে দোকান থেকে সটকে পড়ে।ফোন খুঁজে না পেয়ে তাকে বাজারে তল্লাশি করে রামগড় বাজারের বাসস্ট্যান্ডে খুঁজে পান।পরবর্তীতে উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।তবে তার চুরি হয়ে যাওয়া মোবাইল সেটটি তিনি খুঁজে পাননি।চোর তার নিকটাত্মীয় ছোট মামাকে দিয়েছে বলে স্বীকার করে। এই ঘটনায় থানায় তিনি অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি। তিনি বলেন,কিছুদিন ধরে রামগড়ে মোবাইল চুরির সংখ্যা বেড়ে গেছে।এপ্রসংগে সাংবাদিক শুভাশিস দাস জানান আজ বাজার করার সময় তার মোবাইল সেটটি চুরি হয়ে গেছে বলে জানান তিনি। স্থানীয় আরো কয়েকজন জানান,সাপ্তাহিক হাটের দিন অনেকের মোবাইল প্রায় চুরি হচ্ছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, আটককৃত চোরকে থানায় নিয়ে আসা হয়েছে।তার কাছে থেকে চুরি হয়ে যাওয়া জনৈক ব্যক্তির একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার করেছে।তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে তিনি জানান।তার বিরুদ্ধে রামগড় থানায় মামলা হয়েছে ।তিনি আরো জানান,কয়েকদিনে বাজার থেকে মোবাইল চুরির অনেকগুলো অভিযোগ তারা পেয়েছেন। শেয়ার অন্যান্য বিষয়: