নেত্রকোণায় বাবার লাঠির আঘাতে নেশাগ্রস্ত ছেলে খুন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , আগস্ট ২৯, ২০২১

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে বাবা আমজাদ আলীর(৬৫)লাঠির আঘাতে মাদকাসক্ত ছেলে আব্দুল হকের (৩০)মর্মান্তিক মৃত্যু হয়। এরপরে লাশ ঘরের বারান্দায় পুঁতে রাখেন বাবা।
এ ঘটনায় নিহতের বাবা আমজাদ আলী (৬৫)ও মা রাবেয়া খাতুনকে আটক করেছে পুলিশ।
জানা যায়,নিহত আবদুল হক পরিবারের সকল ভাই-বোনের মধ্যে ছোট।অন্যরা ঢাকায় বসবাস করে ;তিনি একাই গ্রামের বাড়ি থাকতেন।কিছুদিন পূর্বে তার মা-বাবা গ্রামের বাড়ি আসেন।রবিবার দুপুর ১.৩০মিঃদিকে মাটির গর্ত থেকে লাশ উদ্ধার করে বিকেলে মর্গে পাঠানোর ব্যবস্হা করে পুলিশ।এর আগে শনিবার দিনগত মধ্যরাতের দিকে নিহতের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।মামলা প্রক্রিয়াধীন।

Loading