জাপানী হোন্ডা শো-রুমের উদ্ধোধন পার্বতীপুরে মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ , আগস্ট ২৯, ২০২১ পার্বতীপুর শহরের রহমত নগরে আজ রোববার বিকেলে জাপানী হোন্ডা শো-রুমের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে কুনী কাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, জাপানী নাগরিক কাজিওশি আকিসাওয়া, সেল্স ইনচার্জ আমানুল আরিদ, সাইদুর রহমান, ডিলার মোসাব্বির রফিক ও মুশফিকুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত ও তিন ক্রেতার হাতে হোন্ডার চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও এলাকাবাসীসহ বিভিন্ন স্থরের লোকজন অংশ নেয়। শেয়ার সারা দেশ বিষয়: