বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর মরহুম আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , আগস্ট ২৮, ২০২১ বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেছেন, ‘পিতার রেখে যাওয়া কাজগুলো সম্পন্নের চেষ্টা করে যাচ্ছি।’মরহুম আখলাকুল হোসাইন আহমেদ সর্বদাই এলাকাবাসীর পাশে থেকে কল্যাণমূলক কাজ করে গেছেন।তারই ধারাবাহিকতায় পরিবারের সকলে মিলে এলাকাবাসীর পাশে দঁাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। নেত্রকোণার মোহনগন্জ উপজেলায় আখলাকুল হোসাইন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শনিবার (২৮আগস্ট)সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণপরিষদ সদস্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর মরহুম আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা মীর্জা আব্দুল গণির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মৎস্যজীবিলীগ নেতা রেজওয়ান আলী খান আর্ণিক ও নারীনেত্রী তাহমিনা সাত্তারের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী, সাজ্জাদুল হাসানের ছেলে সাবাব আহমেদ , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম খান,নূর খান মিটু,প্রশান্ত কুমার রায়,উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুন্জী,সহকারী পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মোঃসাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান খান রতন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীলিপ দত্ত, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি প্রমুখ। শেয়ার অন্যান্য বিষয়: