নেত্রকোণায় মগড়া নদী বড় ডাস্টবিনে পরিণত হয়েছে

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , আগস্ট ২৭, ২০২১

নেত্রকোণায় এক সময়কার খর স্রোতা নদী মগড়া প্রায় আধ মরা হয়ে পড়েছে। পুরো শহরকে ঘিরে আছে এ নদীটি। শহরের পানি ও মাছের চাহিদা এখন পর্যন্ত পূরণ করে আসছে। কিন্তু বর্তমান সময়ে নদীটি বড় ডাস্টবিনে রূপান্তরিত হতে যাচ্ছে। মূলতঃ মানুষের নদীর প্রতি আচরণ শোভন সুলভ নয়। শিক্ষিত ও অশিক্ষিত সকল মানুষের সচেতনতার বড় অভাব। যার যার সাময়িক সুবিধার জন্য বাসা বাড়ির নোংরা আবর্জনা নির্দ্বিধায় নদীতে নিক্ষেপ করছে। আর সমস্ত শহরের সরাসরি নর্দমা ও টয়লেটের সংযোগ এ নদীর বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এতে কচুরিপানার সমাগমে নদীটি করুণ অবস্থায় থাকে। এ পর্যায়ে নদীর শাসননীতির ব্যবস্থা গ্রহণ আশু প্রয়োজন বলে সুধী সমাজ মনে করেন। নদীর ভূমি দখল নদীর বিপর্যয়ের আরেকটি কারণ। নদীটিকে সংস্কারের মাধ্যমে নেত্রকোণা শহর কে একটি দৃষ্টি নন্দন ও আধুনিক শহরের রূপ দেয়া যেতে পারে। অবশ্য ইতোমধ্যে নদীর সম্প্রসারণ ও বেদখল রোধের পদক্ষেপ প্রশংসার দাবিদার। এমনাবস্থায় সময়ের সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সদরবাসি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

Loading