সাভারে রওশন এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ , আগস্ট ২৭, ২০২১

সাভারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় সংসদ এর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২৭ আগস্ট শুক্রবার সাভার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আশুলিয়া সদর ইউনিয়নের ধলপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে রওশন এরশাদের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে দোয়া মাহফিলে উপস্থিত জনতা ও এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতীমখানায় খাবার বিতরণ করা হয়।

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাভার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবুল হাসনাত আজাদ, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শ্রমিক নেতা আল কামরান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান, জাতীয় যুব সংহতি আশুলিয়া থানার আহবায়ক আজাদ হাবিবুর রহমান হাবিব, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য শাহাদাত হোসেন স্বপন সহ সাভার উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Loading