নেত্রকোণার মোহনগন্জ উপজেলায় ডা.নূর মোহাম্মদ শামসুল আলমের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , আগস্ট ২৭, ২০২১

নেত্রকোণার মোহনগন্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর মোহাম্মদ শামসুল আলমের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে (২৬আগস্ট)বৃহস্পতিবার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্হানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জি এস আমিরুজ্জামান সেলিম,এস এম ফারুক, নূরে আলম রিজন,এস এম স্বপন রহমান, ইউসুফ রহমান বাদশা প্রমুখ। মানববন্ধনে বক্তারা হাসপাতালের নানা অনিয়ম ও চরম অব্যবস্হাপনায় ক্ষোভ প্রকাশ করে ইউ এইচও এন্ড এফ পিও প্রত্যাহার দাবি করেন। বক্তারা সরকারি গাছ কর্তন,টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।
অপরদিকে গত বুধবার একসঙ্গে দুই ডোজ টিকা জজ মিয়াকে দেয়ার বিষয়ে ডা.নূর মোহাম্মদ শামসুল আলমকে প্রশ্ন করলে তিনি বলেন, ইহা মিথ্যা এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের কর্মসূচি হিসেবে সাজানো নাটক।তিনি বলেন,যেহেতু পত্র-পত্রিকায় বিষয়টি প্রকাশ পায় ;তাই ৩সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি অপারগতা প্রকাশ করায় নতুন করে সভাপতি সংযোজন করা হয়েছে।

Loading