টিকা নিয়ে সুখবর আছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , আগস্ট ২৬, ২০২১ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে বড় সুখবর আছে। আমরা এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। টিকা নিয়ে বড় সুখবর আছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। যুক্তরাষ্ট্র থেকে আরো ৫০ লাখ টিকা আসবে। তিনি বলেন, উন্নত একটি দেশ টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা বলে আসছি, টিকা পাবলিক গুড। কেউ এটা নষ্ট করতে পারে না। এর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অনেক লোক নানা কারণে ভারতে যাওয়ার জন্য পাগল। কেউ অসুখের নামে, আর কেউ অন্য কিছু কারণ দেখিয়ে সেখানে যেতে চায়। তিনি বলেন, এয়ার বাবল চালু জন্য ভারতকে আমরা অনুরোধ করেছিলাম। তারা বলেছিল ২০ আগস্টের মধ্যে এটা ওপেন করতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে তারা সেটা ওপেন করেনি। তাদের দেশ, তারা যদি ওপেন না করে এখানে আমাদের কী করার আছে। শেয়ার জাতীয় বিষয়: