স্বরচিত কবিতা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , আগস্ট ২৫, ২০২১

পরীক্ষা
সামছুদ্দোহা ফরিদ
জীবন বিকাশে
বাঁধা যদি না আসে
কিসে হবে দীক্ষা?
তাই প্রয়োজন জীবন শানিত পরীক্ষা।
পরীক্ষা আছে বলেই
জীবনের মূল্য আছে
আছে সফলতার প্রয়াস
আছে সাধ সাধ্যের আয়াস।
যাচাইয়ের মানে মূল্যায়ন
জীবনের মান করে নিরূপন
সঠিক নির্দেশনার মাপকাঠি
সুন্দর কাজের করে সমাপন।
আঁধার আছে বলে আলোর পথে
সন্ধ্যানী চলে আবিষ্কার রথে
মুক্ত খুঁজে আনে নাবিক সাগর মন্থনে
তাই অমূল্য রতন তা সবাই জানে।
পরীক্ষার যাতনায় জীবন হয় খাঁটি
পুড়িলে সোনা হয় গ্রহণযোগ্য পরিপাটি
এমনি ধারায় বিকশিত জীবন
সুস্বপ্নের সাগরে আঁকে আলাপন।
পার্থিব বেড়াজালে অপার্থিব অবহেলা
বাস্তবতা নিয়ে মানুষ করে খেলা
আসল পরীক্ষা তামাশা ভেবে
ক্ষণস্থায়ী নশ্বর কে নিয়েছে লভে।
কাগজের পদীক্ষা জ্ঞানের পরিমাপ
অশিক্ষিত মূর্খের অঙ্গলীর ছাপ
এ দুয়ের মাঝে বিভেদ না মিলে
বিধাতার বিধি জ্ঞান না মেনে চলে।

 

 

Loading