আবারো বিয়ে করছেন ন্যান্সি, তৃতীয় স্বামী মহসীন মেহেদী নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , আগস্ট ২৫, ২০২১ বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবার বিয়ে করছেন গীতিকবি মহসীন মেহেদীকে। সম্প্রতি তারা দু’জনে পারিবারিকভাবে আংটিবদল করেছেন বলে জানান। ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত রয়েছেন মহসীন মেহেদী। গানের সুবাদেই তার সঙ্গে ন্যান্সির পরিচয় ও বন্ধুত্ব। অবশেষে তা প্রণয়ে গড়ায়। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এর আগেই জনপ্রিয় এ কণ্ঠশিল্পী সাংবাদিকদের জানিয়েছিলেন, অতীতের সব বিরহ ভুলে শিগগিরই বিয়ের সানাই বাজতে যাচ্ছে তার জীবনে। এবার তা বাস্তবে রূপ পেল। এ ব্যাপারে কণ্ঠশিল্পী ন্যান্সি জানান, আংটি বদল হয়েছে কিছুদিন আগে। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনা ও শোকের মাসের কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনও প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ে করে ফেলবো। শেয়ার বিনোদন বিষয়: আবারো বিয়ে করছেন ন্যান্সিতৃতীয় স্বামী মহসীন মেহেদী