ওকে দেখলে নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২১ কৃষ্ণ চুড়া গাছের তলায় দাড়িয়ে থাকা ডাগর চোখে মেয়েটিকে দেখলে আমার হারিয়ে যাওয়া হ্নদয়ের মানুষটি হুবু হুবু মিল খুঁজে পায়। অবাক প্রশ্ন জাগে মানুষ মানুষে মিল আছে কি না? হ্নদয়ে সারা ক্ষন প্রশ্ন করে খুঁজে বেড়াই আর হ্নদয়ে একটি দুর্বার ছবি আঁকে। প্রতিদিন যখন দাড়িয়ে কৃষ্ণ চুড়ার তলে মেয়েটি ধমকে যাওয়া পথ রোধ হয়ে উঠে। নির্বাক চোখে তাকিয়ে থাকি দুঃখ লাগে, হ্নদয় টা যন্ত্রণা ভরে ওঠে। বলতে ইচ্ছা জাগে আমি তোমাকে দেখে সেই পুরনো স্মৃতি খুঁজে পায়। নবীন চৌধুরী সাংবাদিক ও লেখক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: