নেত্রকোণা সদরের ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের রমরমা ব্যবসা, অসহায় মানুষ সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , আগস্ট ২১, ২০২১ হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে রোগী নিয়ে মানুষের ভীড়ে করোনার প্রভাব বুঝা যায় না। এ যেন রমরমা ব্যবসা ও শোষণের খেলা। কেহ কেহ আখের গুছাতে ব্যস্ত বিপরীতে কারো জন্য সর্বস্ব খোয়াতে দুর্ভাগ্যের মহড়া। সিস্টেম টা নিখুঁত ভাবেই তৈরী। সব কিছু যেন তাদের কাছে, তাদের অধীনে, একেবারে গ্রাহকের নাকের ডগায়। ডাক্তার থেকে শুরু একেবারে পুরো প্যাকেজ। অর্থাৎ ব্যবস্থাপত্র , ডায়াগনোসিস ও ঔষধ। আর ঔষধ কম্পানির রিপ্রেজেন্টটেটিভদের নিরীক্ষণ ও মোবাইলে ব্যবস্থাপত্রের ছবি তোলা আরেক দৃশ্য। অর্থাৎ বলীর পাঠা কেবল রোগী ও তার পরিবার। যাকে বলে মরার উপর খাড়ার ঘা। তবে যাই হোক, এখানে আবার করোনার রোগী ছিল না। বলা বাহুল্য সরকারী হাসপাতালের ব্যার্থতা ও অসহযোগিতা বলে কোন কোন মহল মনে করেন। এ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু দিন আগেই প্রতিবাদ হয়েছে তা অনেকেই অবগত। তবে এ বিষয়ে নেত্রকোণার সিবিল সার্জেন্ট আশার কথা শুনিয়েছেন। সাধারণ জনগণের একটাই দাবি চিকিৎসা নামক মৌলিক অধিকারটি যেন সুন্দর ও সাবলীল হয়। এ লক্ষ্যে সদরবাসী যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামণা করছে। শেয়ার সারা দেশ বিষয়: