পাড়াগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২১

আশুলিয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ( ভিডিও) 

১৭ই আগস্ট মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার পাড়াগ্রামে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর। সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমীন মন্ডল। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হোসেন আলী মাস্টারসহ আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয় ।

একই দিনে আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায়ও জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর, সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াকুব আলী

Loading