এসো, প্রতিজ্ঞাবদ্ধ হই — অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২১ নিস্পাপ শিশু, অসহায় পিতার রক্তে সবুজ প্রান্তর আবার হচ্ছে লাল উঠছে জেগে নদীতে রক্তাক্ত চর। বাতাসে ভাসছে ধর্ষিতার চিৎকার সন্তানহারা মায়ের করুণ আর্তনাদ। সড়কের লাল-সাদা জেব্রা ক্রসিংয়ে আবারও শোকের আগস্টে পিতা তোমারই ছোপ ছোপ রক্ত। এভাবে আর কতকাল মমতার হৃদয়ে ক্ষরণ হবে ভিসুভিয়াস ফুজিয়ামা। স্রোতস্বিনী কর্ণফুলী বয়ে নেবে অশ্রু-রক্তের নোনা জলধারা। প্রিয়তমা ! এসো, প্রতিজ্ঞাবদ্ধ হই নিশ্চিহ্ন করার শপথে ক্ষয়িষ্ণু পথের হন্তারকদের । এসো, মানচিত্রে ছড়িয়ে থাকা বেসামাল শিশ্নগুলো নিক্ষিপ্ত করি ইয়াহিয়া, জিন্নাহর মুখগহবরে। এসো, ভালবাসার চার হাত মুষ্ঠিবদ্ধ করি আরেকটিবার ষোল কোটি প্রাণে জ্বেলে দিতে চেতনার দীপ্ত শিখা। পঞ্চান্ন হাজার বর্গমাইলে এসো ফেরি করি রুচিবোধের সহিষ্ণুতার সৌহার্দের। হিংসার প্রাণেতে শুনিয়ে যাই মানবতার জয়গান। এসো— অভিশপ্ত জরায়ুর নষ্টভ্রুণ নষ্ট করি নতুন করে চাষাবাদ করি স্বদেশপ্রেমের মানবপ্রেমের মনূষ্যত্ববোধের; অন্ধকার ঘুচিয়ে চাষাবাদ করি স্নিগ্ধ আলোর রবীন্দ্র-নজরুলের কবিতা-গানের। এসো, আগামীর জন্য ধুয়ে মুছে আবারও পবিত্র করি অহঙ্কারের শহীদ মিনার লাল সবুজের পতাকা; বাসযোগ্য করে তুলি সোনার বাংলা আমাদের প্রিয় স্বাধীনতা। * আগস্ট ১৫, ২০১৫।ছবি-রাজেশ চক্রবর্তী, যুগান্তর। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: