শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান অবকাঠামো নির্মাণের দাবীতে মানববন্ধন

মো: কবীর চৌধুরী, মো: কবীর চৌধুরী,

নেত্রকোণা জেলা প্রতিনিধি ( পূর্ব )

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , আগস্ট ১৬, ২০২১

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ সামগ্রিক কার্যক্রমের গতিশীল করার দাবীতে নেত্রকোণায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষুব্ধ নেত্রকোণাবাসী ব্যানারে সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পৌরসভার সামনের সড়কে বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক এডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়া, শিকড়ের সম্পাদক জিয়াউর রহমান খোকন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাশেম, প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, মধুমাছি কঁচি-কাচার মেলার সংগঠক ও মিতালীর সাবেক সাধারণ সম্পাদক এ টি এম এ রাজ্জাক, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ্ ইমরান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ সামগ্রিক কার্যক্রম গতিশীল করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান জানান জমি অধিগ্রহনের সকল কাজ সুন্দরভাবে শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।

এবিষয়ে শেখ হাসিনা বিশ্বিবিদ্যালয়ের ভিসি রফিকুল্লাহ খান জানান অবকাঠামো নির্মানের সকল প্রস্তুতি সম্পন্ন, প্রকল্প কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, প্রশাসনের ওয়ার্ক ওর্ডার বন্ধ থাকার কারনে কাজ করা সম্ভব হচ্ছে না । ওয়ার্ক ওর্ডার পেলেই কাজ শুরু হবে বলে জানা ভিসি।

 

 

 

Loading