চট্টগ্রামে এক মাসে সর্বনিম্ন শনাক্ত মৃত্যু ৭ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ , আগস্ট ১৬, ২০২১ চট্টগ্রামে আক্রান্ত আরো সাত জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩০ জন। এটি গত এক মাসে চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। এর মধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৪৪ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২৮ জনে। সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৬৩ ও উপজেলার ৬৭ জন। সংক্রমণ শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০ জন এবং অ্যান্টিজেন টেস্টে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। শেয়ার চট্টগ্রাম বিষয়: