হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , আগস্ট ১৬, ২০২১ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত হয়েছেন।সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শায়েস্তাগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় কার্ভাড ভ্যান। এতে ঘটনাস্থলে তারা মারা যান। এ সময় একজন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: