মমেক হাসপাতালে আরও ২৫ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২১ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৫৯ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন। এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬৮৪ টি নমুনা পরীক্ষায় আরও ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন। শেয়ার সারা দেশ বিষয়: